ময়মনসিংহ বিভাগে সবজি চাষে কৃষকের ব্যস্ততা

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 27 Oct 2015, 01:54 PM
Updated : 27 Oct 2015, 01:54 PM

ছবি ক্যাপশন : ময়মনসিংহ : শীতকালীন সবজি চাষে কৃষকের ব্যস্ততা
ময়মনসিংহ বিভাগে কৃষকদের মধ্যে সবজি চাষের ধুম পড়েছে । শীতকালীন শাকসবজি আগাম বাজারে তুলতে পারলেই অধিক টাকা পাওয়া যাবে এই ধারণা থেকে কৃষকেরা সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন।

ছবি ক্যাপশন : কৃষি খামারে সবজি চারা
ময়মনসিংহ কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগের সর্বত্রই শাকসবজি চাষের এলাকা হিসেবে পরিচিত। এখানে ব্যাপকভাবে মুলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, ঢ্যাড়স, লালশাক, পালংশাক, পুঁইশাক ও লাউ চাষ হয়। এ বছর ময়মনসিংহ বিভাগে হাজার হাজার হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ হবে।

ময়মনসিংহ বিভাগের জেলা উপজেলার কয়েকটি মাঠ ঘুরে দেখা গেছে, চাষিরা শীতের সবজির চারা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। কেউ কেউ সবজির চারা খেতে লাগাচ্ছেন। আবার কেউ কেউ খেত আগাছামুক্ত করতে নিড়ানি দিচ্ছেন। এ সময় বিভিন্ন গ্রামের অনেক চাষিকে জমি পরিচর্যা করতে দেখা যায়। কর্মরত কৃষকরা জানান, তাদের পুরো জমিতেই তারা বিভিন্ন ধরনের শীতের সবজি চাষ করছেন। কামলা (শ্রমিক) মজুরি বেশি, তাই নিজেদের বাড়ির লোকজন নিয়ে খেতে নেমেছেন ।

চাষীরা জানান, শীতের আগে শীতকালীন সবজি বাজারে তোলা হলে তার চাহিদা বেশি থাকে। ফলে সেগুলোর দামও বেশি পাওয়া যায়। তারা আশা করছেন, শীত আসার আগেই সবজি বাজারে তুলতে পারবেন। বিভাগীয় কৃষি ও মাঠ কর্মকর্তারা জানান, ময়মনসিংহ বিভাগ অঞ্চলের চাষিদের বিশেষ নজর থাকে শীতকালীন সবজির দিকে। এখন চাষিরা কোমর বেঁধে মাঠে নেমেছেন। কে কত ভালো আবাদ করতে পারেন তার প্রতিযোগিতা চলছে। এ মৌসুমে এখন পর্যন্ত আবহাওয়া সবজি চাষের বিশেষ উপযোগী রয়েছে।