মুক্তাগাছায় ধর্মীয় অনুভূতি বনাম শিক্ষা কার্যক্রম মুখোমুখি

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 1 Nov 2015, 10:08 AM
Updated : 1 Nov 2015, 10:08 AM

ময়মনসিংহের মুক্তাগাছা শহরে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মুকুল নিকেতন কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র হাই স্কুলের মাঠে সম্প্রতি প্রতিষ্ঠা করা হয়েছে সিমেন্টে গড়া পাটাতন ।

এতে স্কুলের শিক্ষার্থীদের শাররীরিক কসরত ও খেলাধুলায় মারাত্নক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে ।

ঈদগাহ মাঠ কর্তৃপক্ষ বছরে ২দিন ঈদের নামাজ পড়ার লক্ষে এটি নির্মাণ করে ।

স্কুলের প্রধান শিক্ষক জানান, মাঠটির মালিক সরকার । স্কুল , মসজিদ ও ঈদগাহ কতৃৃপক্ষ লিজ নিয়ে প্রিতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করে আসছেন ।

উপরোক্ত প্রতিষ্ঠান প্রধানদের মৌখিক আলোচনায় স্কুলের শিক্ষার্থীদের সুস্ঠু চিত্তবিনোদন ও খেলাধুলার জন্য দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছিল ।

সম্প্রতি ঈদগাহ মাঠ কর্তৃপক্ষ কাউকে না জানিয়ে , হঠাৎ করেই মাঠে রাতারাতি সিমেন্টের পাটাতন তৈরি করে ।

এতে স্কুলের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মারাত্নকভাবে ব্যাহত হচ্ছে ।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এটা ভেবে কেউ এনিয়ে উচ্চবাচ্য করছেন না বলে জানান, অভিভাবক ও এলাকাবাসী ।

ছবি ক্যাপমণ, মুক্তাগাছা(ময়মনসিংহ) : মুকুল নিকেতন কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র হাই স্কুলে মাঠে প্রতিষ্ঠা করা হয়েছে সিমেন্টে গড়া পাটাতন