টাকা না চাই কলঙ্ক মোচন

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 15 Feb 2016, 08:25 PM
Updated : 15 Feb 2016, 08:25 PM

ময়মনসিংহের মুক্তাগাছায় ১৬ বছর বয়সী এক শ্রবণ ও বাক প্রতিবন্ধীর পিতার আর্তি ,টাকা নয় চাই কলঙ্ক মোচন । জানা যায়, উপজেলার বাঁশাটি ইউনিয়নের মন্ডলসেন গ্রাম । সেই গ্রামের ২৮ অক্টোবর রাতের ঘটনা ।কাঠ মিস্ত্রি জলিলের শ্রবণ ও বাক প্রতিবন্ধী কিশোরী মেয়েকে ফুসলিয়ে ধর্ষন করে একই গ্রামের কৃষক সোলেমানের পুত্র রাজমিস্ত্রী সিরাজ ।

পরদিন ধর্ষিতা শ্রবণ ও বাক প্রতিবন্ধী কিশোরী মেয়েটি ইশারা -ইঙ্গিতে পরিবারের লোকজনের কাছে ঘটনাটি জানায় । ঘটনা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে জলিলের । সোলেমানকে ঘটনাটি জানায় । সোলেমান কৌশলে বিষয়টি ধামাপাচা দিতে তৎপর হয়ে উঠে । পারিবারিকভাবে আপোষ- মিমাংশার চেষ্টায় স্থানীয় ওয়ার্ড মেম্বারকে না রেখে অন্যগ্রামের মেম্বার এনে ৫০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করে স্থানীয় আব্দুস সালাম নামের এক ব্যক্তির নিকট টাকাগুলি গচ্ছিত রাখে । এখানেই ক্ষান্ত হয়নি সোলেমান । তার ধর্ষক পুত্র সিরাজকে অন্যত্র পাঠিয়ে দিয়েছে ।
এব্যাপারে মুক্তাগাছা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের নেতা সুমি বলেন, ধর্সিতার সাথে সিরাজের বিয়ে দেয়া হলে, কলঙ্ক মোচন কিছুটা হলেও সম্ভব ।