দুর্নীতি প্রতিরোধে করণীয় ময়মনসিংহে কর্মশালা

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 10 Dec 2015, 08:05 PM
Updated : 10 Dec 2015, 08:05 PM


দুর্নীতি প্রতিরোধ আমাদের প্রত্যাশা ও করণীয় ময়মনসিংহে কর্মশালা গত ৬ ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হয়েছে । জাষ্টিস রিফর্ম এ্যান্ড করাপশন প্রিভেনশন (জেআরসিপি) প্রকল্পের আওতায় , আইন ও বিচারবিভাগ ; আইন ‍ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় , দুর্নীতি দমন কমিশন এবং জিআইডের উদ্যোগে মুস্তাকীম বিল্লাহ্ ফারুকী , জেলা প্রশাসক , ময়মনসিংহ'র সভাপতিত্বে হোটেল আমীর ইন্টারন্যাশনাল ময়মনসিংহ'র সভাকক্ষে দুর্নীতি প্রতিরোধে: আমাদের প্রত্যাশা ও করণীয় শীর্ষক কর্মশালার আয়োজন করা হয় । স্থানীয় পর্যায়ে আয়োজিত এ কর্মশালার মূল লক্ষ্য হচ্ছে , স্টেক হোল্ডারদের মাঝে সমঝোতা ও সমন্বয় বৃদ্ধি করা এবং তারা যেন একে অপরকে আরো সহযোগীতার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে পারে এ লক্ষ্যে সুনিদিষ্ট সুপারিশমালা তৈরি করা । কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মো: বদিউজ্জামান । বিশেষ অতিথি ছিলেন ড : মো: শামসুল আরেফিন ,মহা- পরিচালক (প্রতিরোধ ও গবেষনা) দুর্নীতি দমন কমিশন , প্রধান কার্যালয় ঢাকা, আ্যাডভোকেট আনিসুর রহমান খান, সভাপতি ময়মনসিংহ দুর্নীতি প্রতিরোধ কমিটি ।কর্মশালায় অংশগ্রহন করেন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটি, সততা সঙ্ঘ, কম্যুনিটি পুলিশিং ফোরামসহ গণমাধ্যম, ইউনিয়ন পরিষদ , স্থানীয় উন্নয়ন সংস্থা ও অন্যান্য প্রতিনিধি বৃন্দ । কর্মশালার উদ্বোধনী বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক নাসিম আনোয়ার ।