মুক্তাগাছায় রথযাত্রা উৎসব

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 6 July 2016, 03:06 PM
Updated : 6 July 2016, 03:06 PM


ময়মনসিংহে মুক্তাগাছায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব বুধবার সকাল থেকে শুরু হয় ।


উপলক্ষে মুক্তাগাছা ৫৬ প্রহর মাঠ মন্দির কমিটি নানা অনুষ্ঠানের আয়োজন করে ।


বিকালে অনুষ্ঠিত শোভাযাত্রায় নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন, আওয়ামীলীগের সহ সভাপতি আজিজুর হক, ৫৬ গ্রহর মাঠ কমিটির সভাপতি জ্ঞানেন্দ্র চন্দ্র পাল, দোবশীষ ঘোষ বাপ্পী, বলাই কৈরি, চন্দন সাহা প্রমুখ ।


শোভাযাত্রা ৫৬ প্রহর মাঠ থেকে কালিবাড়ি পুকুর পাড়, জমিদারবাড়ি রোড, কলেজ রোড হয়ে মহারাজারোড দরিচারআনি বাজার রাধা গোবিন্দ মন্দিরে এসে শেষ হয় ।

৫৬ প্রহর মাঠে সকালে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠানমালা। তন্মধ্যে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তিও মঙ্গল কামনা, প্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলি কীর্তন, আরতি কীর্তন, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ প্রভৃতি।

১৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।


জানা যায়, দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে।