ময়মনসিংহে উল্টো রথযাত্রা

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 15 July 2016, 03:42 AM
Updated : 15 July 2016, 03:42 AM

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজন আর উৎসবমুখর এবং ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্যদিয়ে বৃহস্পতিবার বিকালে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে ।

ময়মনসিংহ শহরের দূর্গাবাড়ী মন্দিরের প্রাঙ্গন থেকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন এর আয়োজনে শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টোরথযাত্রার বর্নাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয় ।

অনুরুপ কর্মসূচীর মধ্য দিয়ে জেলার মুক্তাগাছায়, ফুলপুরে, তারাকান্দায়, হালুয়াঘাটে, ঈশ্বরগঞ্জে, নান্দাইলে, ভালুকায়, ত্রিশালে, ফুলবাড়ীয়ায়, গয়রগাঁওয়ে, ধোবাউড়ায় এবং গৌরীপুরে শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয় ।

জানা যায়, সনাতন ধর্ম মতে, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না।

এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীগণ ।