মোবাইল মেসেজ: চমক নাকি ফাঁদ!

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 18 July 2016, 12:37 PM
Updated : 18 July 2016, 12:37 PM

আমার মোবাইলে সম্প্রতি এই +8801708852230 নাম্বার থেকে একটি মেসেজ এসেছে । যাতে লিখা আছে your mobile number has won F850,000,00.gb pounds from pepsi promo,uk,to claim send your name/age/mobile number via email: pepsai@hotmail.com ।

মেসেজ আসার পর আমার ফেসবুক ওয়ালে একটি পোস্ট দেই। পোস্টের কমেন্টে অনেকেই বলেছেন, তারাও এরকম মেসেজ পেয়েছেন।

আমার ফেসবুক বন্ধু Khandakar Ahsanul Kabir Sumon লিওেখছেন, দাদা এরকম দুইটা মেসেজ আমার বাংলালিংক নাম্বারে এসেছে, বাংলালিংক নাম্বার থেকে, তবে pepsir যায়গায় Coco cola PROMO লিখা আছে,,,মোবাইল নাম্বার দুটি হলো- ০১৯৬৩৫১৫১৫৯/০১৯৯২৪১৪১২৩

ফেসবুক বন্ধু A Zaman Khan Roni লিখেছেন, এ রকম ম্যাসেজ আমার এখানেও এসেছে। এই নাম্বারটি যেহেতু বিটিআরসির নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট অপারেটরের অধীন বায়োমেট্রিক করা তাই তাদের বিরুদ্ধে অভিযোগ করা আবশ্যক,না হলে এরা পাড় পেয়ে যাবে।

Ovijit Ghosh বলেছেন, ভুলেও একাজ করবেন না।। পরে সমস্যা হতে পারে ।

Jakir Chowdhury Bank লিখেছেন, লোনে ঝামেলা।আপনার কাছ থেকেই লোপ নেব। ইকটু দেখবেন দাদা। জানি আপনার দয়ার শরির।

Indrajit Mukherjee লিখেছেন, Dada be careful, it's totally fake, aamader India teo bohu message eai dharoner aashe ebong bohu manush bohu baar thogeche…

এব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের বক্তব্য চাই।