নিহতদের স্মরণে ময়মনসিংহে যুবলীগের প্রদীপ প্রজ্জ্বলন

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 21 August 2016, 11:43 AM
Updated : 21 August 2016, 11:43 AM

২১ আগস্ট নৃশংসতম গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করেছে ময়মনসিংহ জেলা যুবলীগ। শনিবার রাতে টাউনহল ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গন ভাষা সৈনিক শামসুল হক মুক্ত মঞ্চে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ওই দিনটিকে স্মরণ করা হয়।

২০০৪ সালে ২১ আগস্ট আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে শেখ হাসিনা যখন বক্তব্য প্রদান করছিলেন ঠিক সেই মুহূর্তে ইতিহাসের বর্বরোচিত ওই গ্রেনেড হামলা সংঘটিত হয়। গ্রেনেড হামলার মাধ্যমে বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা চালালো হয়েছিল।

প্রদীপ প্রজ্জ্বলন শেষে প্রতিবাদ সভায় যুবলীগ নেতারা বলেন, ওই হামলায় আমরা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অসংখ্য নেতাকর্মীদের হারিয়েছি।

আহত হয়েছে সাধারণ মানুষসহ অসংখ্য আওয়ামী পরিবারের সদস্য। নৃশংস এ হত্যাকান্ডের বিচার বাংলার মাটিতে সম্পন্ন করতে ময়মনসিংহের সকল স্তরের যুবসমাজ ঐক্যবদ্ধ।

ময়মনসিংহ জেলা যুবলীগের সাধারন সম্পাদক এম এ কুদ্দুছ এর সভাপতিত্বে ও জেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক শাহ শওকত উসমান লিটন এর পরিচালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এহতেশামুল আলম, সাবেক সদস্য এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাবেক সদস্যইউসুফ খান পাঠান, আওয়ামীলীগ নেতা কাজী আজাদ জাহান শামীম, জেলা যুবলীগের সাবেক সভাপতি প্রদীপ ভৌমিক, জেলা যুবলীগের তথ্য ও গভেষনা সম্পাদক নাকসু'র সাবেক ভিপি মো: আখেরুল ইমাম সোহাগ, মহিলা আওয়ামীলীগ নেত্রী মোছা: আনোয়ারা খাতুন, যুবলীগ নেতা শাহীনুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশফাক আল রাফি শাওন প্রমুখ।