ময়মনসিংহে জন্মাষ্টমী পালন

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 25 August 2016, 09:46 AM
Updated : 25 August 2016, 09:46 AM


ময়মনসিংহে বৃহস্পতিবার সনাতন হিন্দুধর্মের প্রবর্তক ও প্রাণপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয় । উপলক্ষে জেলার ১৩ উপজেলায় গীতা পাঠ , র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দুপুরে গোবিন্দ জিউর মন্দিরে পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন চন্দ্র সরকার ও সাধারন সম্পাদক শ্যামল করের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহামেদ এমপি ।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক বিধু ভুষন দাস, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান সেলভী, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ ফজলুল করিম, ও,সি তদন্ত মোর্শেদুল হাসান খান, পৌর কাউন্সিলর মোফাজ্জল হোসেন, ময়মনসিংহ-৩ পল্লী বিদ্যুত সমিতির পরিচালক রতন সরকার, গোবিন্দ জিউর বাড়ি মন্দিরের সাধারন সম্পাদক স্বপন কুমার এস, মানিক চন্দ্র সরকার , স্বেচ্ছাসেবকলীগ নেতা কামরুজ্জামান কাউছার প্রমুখ।