নারী ফুটবলারদের অবহেলার প্রতিবাদ ময়মনসিংহে

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 10 Sept 2016, 05:24 AM
Updated : 10 Sept 2016, 05:24 AM

ইতিহাস গড়া বাংলাদেশের অনূর্ধ ১৬ নারী ফুটবলের ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুর কন্যাদের লাঞ্ছনা ও ভোগান্তির প্রতিবাদে ময়মনসিংহে শুক্রবার মানববন্ধন অনুষ্ঠিত হয় ।


"জনউদ্যেগ" ময়মনসিংহের উদ্যেগে শহরের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে নারী ফুটবলারদের যথাযথ মর্যাদা প্রদান নিরাপত্তা বিধানের দাবী জানানো হয় ।


জনউদ্যোগের আহবায়ক এডভোকেট আলহাজ্ব মো: নজরুল ইসলাম চুন্নু'র সভাপতিত্বে ও ময়মনসিংহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচিব এডভোকেট আব্দুল মোতালেব লাল এর পরিচালনায় মানব বন্ধনে ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটু, জেলা সিপিবির সাধারন সম্পাদক এডভোকেট এমদাদুল হক মিল্লাত, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল,জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, আওয়ামী শিল্পী গোষ্ঠীর সভাপতি এডভোকেট এম এ কাশেম, সাহিত্য সংসদের সাধারন সম্পাদক কবি ইয়াজদানী কোরায়শী কাজল, সাবেক খেলোয়ার মো: মনোয়ার হোসেন সেলিম, নারী নেত্রী নাসরিন জাহান, মহানগর কৃষকলীগের সভাপতি এবিএম সিদ্দিক, সাধারন সম্পাদক মো: আবুল হাশেম রায়হান, কবি সজল কোরায়শী, এনজিও কর্মকর্তা সুবর্না দাস, মোধ রবিউল ইসলাম প্রমুখ অংশ নেন।