ময়মনসিংহে কোমরে বেঁধে নির্যাতন

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 17 Oct 2016, 01:04 AM
Updated : 17 Oct 2016, 01:04 AM

ময়মনসিংহে নান্দাইলে চন্ডীপাশা ইউনিয়নে মেম্বারের বিরুদ্ধে মামলা করায় এক ব্যাক্তিকে কোমড়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগে প্রকাশ, ৩ নং ওয়ার্ড এর মেম্বার কামাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে নালিশী মামলা করেন, চামারুল্লাহ গ্রামের জনৈক হুমায়ুন কবির।

এই মামলার সমন আসার পর ক্ষিপ্ত হয়ে মেম্বার বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে বাড়ি থেকে ধরে আনেন। এরপর চামারুল্লাহকে স্থানীয় একটি মাদ্রাসার কাছে এক দোকানের সামনে প্লাস্টিকের রশি দিয়ে কোমরে বেঁধে রাখেন। এক পর্যায়ে মেম্বারের লোকজন তাকে জুতাপেটা ও মারধর করে। অভিযোগ, লোকটিকে নির্যাতনকালে মেম্বারের নির্দেশে রংলাল নামের গ্রাম পুলিশ (চকিদার)ঘটনাস্থলে লাঠি হাতে নিয়ে প্রহরা দেয় ।

এ ঘটনায় মেম্বার কামাল উদ্দিন তার বিরুদ্ধে মামলার কথা স্বীকার করে বলেন, হুমায়ুন তার স্ত্রী সন্তানদের দেখভাল করে না । এব্যাপারে তার স্ত্রীর অভিযোগ করলে, এলাকার লোকজন এ ঘটনায়। মেম্বারের বক্তব্য শনে মনে হচ্ছে, তিনি বিষয়টি ভিন্নদিকে এবং আরেকটি বিভেদ সৃষ্টির জন্য এমন বক্তব্য দিয়েছেন।