ময়মনসিংহে যুব দিবস পালন

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 1 Nov 2016, 07:11 PM
Updated : 1 Nov 2016, 07:11 PM

ময়মনসিংহে মঙ্গলবার 'আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মূল ভিত্তি' শ্লোগানে জাতীয় যুব দিবস-২০১৬ পালন করা হয়। বিভাগীয় কমিশনারের কার্যালয় ময়মনসিংহ বিভাগ, জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এবং এনজিওর সহযোগীতায় মঙ্গলবার সকাল ১০ টায় যুব র‌্যালী অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে শেষ হয়।


পরে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভা ও অনুদানের, যুব ঋণের চেক এবং প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ময়মনসিংহ জেলা প্রশাসক খলিলুর রহমান।


প্রধান অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল আল মামুন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি আ্যাডভোকেট জহিরুল হক, পুলিশ সুপার নুরুল ইসলাম প্রমুখ।