ময়মনসিংহে ৪৫তম সমবায় দিবস পালন

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 5 Nov 2016, 01:10 PM
Updated : 5 Nov 2016, 01:10 PM

ময়মনসিংহে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে ৪৫ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে ।

শনিবার বেলা ১১ টায় ময়মনসিংহ সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ সড়কে র‌্যালি প্রদর্শণ করা হয় ।

পরে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমী হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

সমবায় বিভাগের যুগ্ন নিবন্ধক মো: খোরশেদ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন , ফাতেমা জোহুরা রাণী এমপি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সাহেলউদ্দিন, ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু প্রমুখ ।

মুক্তাগাছা: ময়মনসিংহের মুক্তাগাছায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ৪৫ তম জাতীয় সমবায় দিবস-২০১৬ পালন করা হয় ।

শনিবার উপজেলা সমবায় দপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং শহরের গুরুত্বপূর্ণ সড়কে বর্নাঢ্য র‌্যালি প্রদর্শন করা হয় ।


দুপুরে উপজেলা পরিষদ শহীদ হযরত আলী অডিটরিয়ামে আলোচনা সভা ও সেরা সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরন অনুষ্ঠিত হয় ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জুলকার নায়নের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সাংসদ ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি।

বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এএসএম জাকারিয়া হারুন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কাশেম, সমবায় কর্মকর্তা ওসমান গণি প্রমুখ ।