ময়মনসিংহে মারা গেলেন সবচেয়ে প্রবীণ ব্যক্তি

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 19 April 2017, 04:30 AM
Updated : 19 April 2017, 04:30 AM


মারা গেলেন ময়মনসিংহ জেলার সবচেয়ে প্রবীণ ব্যক্তি আলহাজ্ব আব্দুল হালিম সরকার ওরফে হিলি হাজী। সোমবার মুক্তাগাছা শহরের মধ্যহিস্যার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৫ বছর। ময়মনসিংহে ঊনবিংশ শতাব্দীর শেষ জীবিত ব্যক্তি ছিলেন তিনি।

১৮৯৭ সালে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম ইউনিয়নের রৌয়ারচর গ্রামে জন্মগ্রহণ করা আলহাজ্ব আব্দুল হালিম সরকার মোট ১১৫ বছর বেঁচেছিলেন। সোমবার দুপুরে ঘুমের মধ্যে তার মৃত্যু হয় বলে তার আত্মীয়-স্বজনরা জানিয়েছেন।

স্বজনরা জানান, জনাব আব্দুল হালিম দু'টি বিশ্বযুদ্ধ দেখেছিলেন। ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ দেখা আব্দুল হালিম অনেক রাজা, লর্ড, প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী দেখেছিলেন। প্রবীণরা বলছেন, তার জীবন ছিল অদ্বিতীয়। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতেন তিনি।

মৃত্যুর দিন পর্যন্ত চলাফেরা, বাজার-ঘাট নিজেই করতেন। প্রতিদিন কমপক্ষে ৪-৫ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে ঘুরে বেড়াতেন। ১০ যুগেও তাকে কাবু করতে পারেনি শারীরিক দুর্বলতা।