ময়মনসিংহে বাজারে উঠেছে লিচু, যাচ্ছে সারা দেশে

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 18 May 2017, 05:29 PM
Updated : 18 May 2017, 05:29 PM


বাংলাদেশে সর্বোচ্চ চাষ করা লিচু ফল জন্মে ময়মনসিংহে। এ জেলায় গ্রীষ্মের উন্নত জাতের রসালো লিচু ভোজন রসিকদের জিহবায় স্বাদ দীর্ঘ সময় ধরে রাখে। সরেজমিনে জেলার ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, ভালুকা, ফুলবাড়ীয়া, ত্রিশাল, গফরগাঁও, হালুয়াঘাট, ফুলপুর, তারাকান্দা, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, ধোবাউড়া ও নান্দাইল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে লিচু।

তন্মধ্যে দেশিয় ও চায়না-৩ জাতের লিচু বেশি লক্ষ করা গেছে । জেলা কৃষি অফিসের কর্মকর্তারা বলছেন, ময়মনসিংহে প্রচুর পরিমাণে লিচু উৎপন্ন হয় । লিচুর চাষ এবং ফলন দিন দিন বাড়ছে। ময়মনসিংহের বিভন্ন হাট- বাজারে ওঠা লিচু প্রকার ওআকার ভেদে ৮০ টাকা থেকে দেড়শ টাকা শ' দরে বিক্রি হতে দেখা গেছে । ঐ বাজারগুলিতে আসছেন পাইকার । এখান থেকে লিচু কিনে নিয়ে তারা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছেন।

ময়মনসিংহে প্রচুর পরিমাণে উৎপাদিত লিচু স্থানীয় চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকছে। ক্রেতা-বিক্রেতারা বলছেন, এ লিচু দেশের বাইরে রপ্তানির ব্যবস্থা করলে বৈদেশিক আয়ের একটি পথ খুলে যাবে।