চলে গেলেন বাউল মাহতাব উদ্দিন

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 10 Sept 2017, 03:04 AM
Updated : 10 Sept 2017, 03:04 AM


চলে গেলেন উপমহাদেশের বিখ্যাত বাউল সাধক 'গানের পাখি' খ্যাত বাউল মাহতাব উদ্দিন।

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকাল সাড়ে ৫টায় (১০ সেপ্টেম্বর) মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৭৬ বছর।

গত বুধবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গাজীপুর বাসস্ট্যান্ডের বাজার থেকে মাছ কিনে বাড়ি যাওয়ার পথে তাকে তেলের লরী চাপা দেয়। আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের বাসাটি গ্রামের বাসিন্দা ছিলেন।

বহু গানের স্রষ্টা মাহতাব উদ্দিন বাউল নিয়েই অকৃতদার এই মানুষটি গানকে নিয়েই জীবন কাটিয়ে গেছেন। দেহতত্ত্বই ছিল তার গানের বিষয়। বাউল ফেরদৌস জানান, তিনি বহু গান লিখেছেন।