ময়মনসিংহে কোরবানির মাংসের ‘সামাজিক ভাগ’

মনোনেশ দাসমনোনেশ দাস
Published : 13 August 2019, 12:40 PM
Updated : 13 August 2019, 12:40 PM

ময়মনসিংহের মুক্তাগাছার ঈশ্বরগ্রামে কয়েক শত বছর ধরে চলছে  কোরবানির মাংসের সামাজিক ভাগ প্রক্রিয়া। ঈদের দিন  সামাজিক কোরবানিতে এক হাজার তিনশত বাড়িতে মাংস পাঠানো হয়।

ঈশ্বরগ্রাম এবং এ সংলগ্ন এলাকায় যারা পশু কোরবানি দেন, তারা প্রতিটি পশুর মাংসের তিন ভাগের এক ভাগ জমা দেন এই সামাজিক ভাগ-বণ্টনে। প্রতি বাড়ির জন্য একজন করে ভাগীদার ধরে মাংস ভাগ করা হয়। স্থানীয় মসজিদ থেকে মাইকিং করে আওতাভুক্ত বাড়ির মালিকদের ডেকে এনে মাংস বিতরণ করা হয়।

এই নিয়মে কোরবানির মাংস বণ্টন করার ফলে কোরবানির দিন কেউ মাংস পাওয়া থেকে বাদ যায় না।