প্রকাশিত হলো কাব্যগ্রন্থ আলোর বিলাপ আঁধারের হাসি

শেখ সাদী মারজান
Published : 24 Feb 2018, 08:11 AM
Updated : 24 Feb 2018, 08:11 AM

 

বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকর্ম টিএস এলিয়টের কবিতা 'দি ওয়েস্টল্যান্ড' কবিতাটি এলিয়ট শুরু করেছিলেন 'April is the cruelest month' এই পংক্তি দিয়ে। এপ্রিল বসন্তের সপ্রাণ স্নিগ্ধতা নিয়ে আসে প্রকৃতিতে, কিন্ত এলিয়ট সেই বাসন্তী আলোয় অনুভব করেছিল অন্ধকারের নিষ্ঠুরতা।

সমকালের বহুমাত্রিক প্রথা বিরোধী লেখক হুমায়ুন আজাদ প্রচণ্ড আক্ষেপ থেকে লিখেছিলেন, 'সবকিছু নষ্টদের অধিকারে যাবে'। সেখানেও অশুভ অন্ধকার গ্রাস করছে শ্বেতশুভ্র আলোকে।

আর সপ্রাণ সংস্কৃতিকর্মী তরুণ কবি-আবৃত্তিকার শেখ সাদী মারজানের সাহিত্যের মায়াবী মৃত্তিকায় অঙ্কুরোদগম হলো 'আলোর বিলাপ আঁধারের হাসি' কাব্যগ্রন্থের মাধ্যমে। এখানে আলোর বিলাপ আঁধারের হাসির বিরুদ্ধে প্রলয়সম প্রতিবাদের প্রতিশ্রুতি …।

আটচল্লিশ পৃষ্ঠার বইটিতে মোট চল্লিশটি কবিতা রয়েছে। প্রকাশ করেছে- বাবুই প্রকাশনী, প্রচ্ছদ এঁকেছেন- হোসাইন মেবারক। মূল্য: ৯০টাকা।