ভ্যাট অ-অনুমোদিত প্রতিষ্ঠানকে ’ধরে দেবানি’র প্রক্রিয়া

মারজিয়া প্রভা
Published : 17 Oct 2015, 04:17 AM
Updated : 17 Oct 2015, 04:17 AM

কয়দিন আগে একটা লেখা লিখেছিলাম ( ভ্যাট দিচ্ছেন, ভেবে দিচ্ছেন তো কারে দিচ্ছেন? )ভ্যাট অনুমোদন না, এইরকম চোর টাইপ প্রতিষ্ঠান কেমনে ধরবেন ? আজ এসেছি বলতে, ধরার পর কি করবেন ? টাকা নিচ্ছে আপনার কাছ থেকে, কিন্তু সেই টাকা সরকারকে না দিয়ে নিজের পকেটে ঢুকিয়ে মামাগিরি ফলাচ্ছে, তাকে নিশ্চয় শাস্তি দিতে চান ? কিন্তু তার প্রক্রিয়া তো আছেই। হুদাই ধুমাধুম পিটানি দিবেন সেই ওয়ে নাই, তাহলে আপনিই মানহানি মামলায় ঝুলে যেতে পারেন।

কী করব তাহলে ?

কিছুই না চোখ বন্ধ করে VAT Checker ( ভ্যাট চেকার ) অ্যাপ ডাউনলোড করেন।

এই অ্যাপ আপনাকে জানায় দিবে ভ্যাট রেজিঃ ভ্যালিড কি না!

যদি ভ্যালিড না হয়, তাহলে তা নিজ নিজ সেক্টরের কাস্টমস এবং ভ্যাট প্রশাসনে নিয়োগকর্তার কাছে মেইল পাঠানোর ব্যবস্থা করে দিবে।

কাস্টমস এবং ভ্যাট প্রশাসনের সঙ্গে কথা বলে জানা যায় যে, ভ্যাট রেজিঃ নং এর প্রথম দুই ডিজিট
 ১৭ হলে ঢাকা পশ্চিম , সেক্ষেত্রে মেইল করতে হবে dhakawestcomm@yahoo.com এই এড্রেসে
 ১৮ হলে ঢাকা উত্তর, সেক্ষেত্রে অভিযোগ করতে হবে commdkn@nbr.gov.bd, commdkn@yahoo.com
 ১৯ হলে ঢাকা দক্ষিন , অভিযোগ মেইল এড্রেস cevdhksouth@yahoo.com
 ২১ হলে ঢাকা পূর্ব , অভিযোগ এড্রেস vatdhakaeast@yahoo.com
 ১১ হলে রংপুর vatdhakaeast@yahoo.com
 ১২ হলে রাজশাহী – cevraj93@yahoo.com
 ১৪ হলে যশোর – jessorecustoms@gmail.com
 ১৫ হলে খুলনা – khulnavathq@gmail.com
 ২২ হলে সিলেট – sylhetcustoms@yahoo.com
 ২৩ হলে কুমিল্লা – cevccomilla@nbr.gov.bd
 ২৪ হলে চট্টগ্রাম – ccevatctg@gmail.com

কিন্তু এত মেইল আইডি মনে থাকবেও না। তাই ভ্যাট চেকার নিজ দায়িত্বে ডাউনলোড করে নিন এই লিঙ্ক থেকে https://play.google.com/store/apps/details?id=com.enamelbd.vatchecker

এই অ্যাপ সম্পূর্ণ ফি । বাংলায় লেখা।

আপনি আপনার অভিযোগ বাংলা বা ইংলিশে লিখে, রিসিটের ছবি দিয়ে মেইল করবেন। চোখ বন্ধ করে মেইল করুন, ২৪ ঘণ্টার মধ্যে রিপ্লাই পাবেন। কোন প্রতিষ্ঠান যদি হিউজ বড় ঘাগু হয়, ধরেন এইগুলা ডিজিট না অন্য ডিজিট দিয়ে স্টার্ট করল, তখন ঘাবড়াবেন না, নিজ পছন্দমত আইডিতে মেইল করবেন। পেয়ে যাবেন ব্যবস্থা।

এই কাজ সম্পূর্ণ ভ্যাট প্রশাসনের আন্ডারে। লোকাল থানায় অভিযোগ করলে লাভ হবে না। এই লিঙ্কগুলোতেই যোগাযোগ করতে হবে।

স্মার্টফোন ইউজার বাড়ছে। সেলফি খিচানো বা ফেবু ব্যবহার করার বাইরেও একে ব্যবহার করতে শিখুন। আপনার প্রতিবাদের ভাষা গড়ে তুলুন।

মজার তথ্য জানাই আমার আপনার মত পাবলিকের অভিযোগের ফলেই কিন্তু Coentro র মত অভিজাত রেস্তরাঁ তিন লাখ টাকা জরিমানা দেয়। এর আগে আমাদের মত গরিব পাবলিকের কাছে টাকা মাইরে বিশাল বিজনেস করেছিল। এখন ধরা খাইছে।

তো দেখলেন, আমি আপনি মিলেই দিন বদল করতে পারব , প্রতিবাদ করে অন্যায় বন্ধ করতে পারব। খালি দরকার একটু চোখ কান খোলা রাখা।

তো ভ্যাট চেকার ডাউনলোড করেই প্রতিবাদ শুরু করে দেই ? চলেন।

জুবায়ের হোসেন , নিশান ইশতিয়াক , আসিফ কামাল তুর্যকে ধন্যবাদ এই অ্যাপ বানানোর জন্য।