আমাদের সকলের স্লোগান হওয়া উচিৎ

মাসুদ রানা সাব্বির
Published : 25 Dec 2012, 11:37 AM
Updated : 25 Dec 2012, 11:37 AM

আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে যে সমস্যাটা দিনদিন প্রকট হয়ে উঠেছে তাহলো আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল নই। আমরা অন্যের দুঃখে ব্যথিত হই না বরং খুশী হই উল্টো। আমাদের দেশের অনেক মানুষের মধ্যে একে অন্যকে ক্ষতি করার একটা ইচ্ছা কাজ করে। দেশ ও দশের উন্নতির কথা না ভেবে আমরা শুধুমাত্র নিজ স্বার্থের পিছনে ছুটি। ব্যবসা বানিজ্য থেকে শুরু করে নানা পেশায় আমরা একে অপরের ক্ষতিসাধন করার জন্যে উঠে পড়ে লাগি। সকল পর্যায়ে আমরা শুধু বিরোধীতা করার জন্যেই বিরোধীতা করে বসি। কোনো একটা বিষয়ে না জানার পরও আমরা সেটা নিয়ে নিজেকে জাহির করার জন্যে যে কোনো একটা মন্তব্য করতে দ্বিধাবোধ করি না। আমরা সবসময় অন্যের দোষ তালাশ করি। কোনো সময়ই নিজের ভুল স্বীকার করতে চাই না। সংবাদ মাধ্যমের নিউজগুলি যাচাই বাচাই না করেই বিস্বাস করে ফেলি।

এমন অসংখ্য দোষে দুষিত আমরা অনেকেই। আর এসব থেকে যদি এখনই আমরা বেরিয়ে না আসতে পারি,তবে আমাদের এই প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশ শুধু নামেই সোনা হয়ে থাকবে, কাজের কাজ কিছুই হবে না। তাই সময় হয়েছে আমাদের মানসিকতা পরিবর্তনের। আমাদের প্রিয় এই বাংলাদেশকে সত্যিকার স্বপ্নের সোনার বাংলা হিসেবে দেখতে চাইলে আমাদের সকলের স্লোগান হওয়া উচিৎ " Together We Build Our Dream."