১/১১ আমাদের প্রত্যাশা নয় কিন্তু আমরা চাই এর পুনরাবৃত্তি

মাসুম আহম্মেদ
Published : 2 August 2012, 05:55 PM
Updated : 2 August 2012, 05:55 PM

আজ বাংলাদেশের রাজনীতিতে এক ধরণের অনিশ্চয়তা আর আতংক বিরাজমান। কারো কারো মতে আবারো আসতে পারে অগণতান্ত্রিক শাসন মানে ১/১১।

১/১১ আমাদের প্রত্যাশা নয় কিন্তু আমরা তা চাই; কেন ? কারণ অনুসন্ধানে মতের ভিন্নতা থাকলেও আমরা আবার চাই ১/১১ এর মত আগামীতে ২/২২ আসুক। ১/১১ না হয়ে ২/২২ কেন? এর উত্তর খুব সহজ না হলেও এটুকু বলতে পারি, সেই দৃশ্য আমরা আবার দেখতে চাই- দুর্নীতিবাজ লুটেরাদের যা ঘটেছিল পরিণতি হয়েছিল তা। তাদের দুর্নীতির অর্জন দামী গাড়ি রাস্তায় পড়ে থাকা, দামি ফ্ল্যাট খালী রেখে সৎ গরীব বন্ধুর বাসায় আশ্রয়ের করুন দৃশ্য। অন্তত আজকের মত দুর্নীতিবাজদের দাপট দেখতে হত না, অন্যায়কারীকে ভয় পেতে হত না বরং অন্যায়কারী ভয়ে পালাত। তাই ১/১১- আমাদের প্রত্যাশা না হলেও আমরা চাই আবার আসুক ১/১১ এর বড় ভাই ২/২২ যা গতবারের মত ব্যর্থ না হয়ে, আমাদের একটু শান্তি ও স্বস্তি দেবে আর পালাবে হাইব্রিড রাজনীতিজীবী, দুর্নীতিবাজ আমলা, কালোবাজারি ব্যবসায়ী, খাদ্যে ভেজালকারি নব্য রাজাকাররা…