এই দেশে কি সরকার আছে?

মাসুম আহম্মেদ
Published : 7 August 2012, 07:51 AM
Updated : 7 August 2012, 07:51 AM

সকালে পত্রিকা খুললেই চোখে পড়ে ,বিদেশে উচ্চ শিক্ষার বিজ্ঞাপন দিয়ে প্রতারণার ফাঁদে শিক্ষার্থীরা প্রতারিত, নামীদামি হাসপাতালে ভুয়া ডাক্তার গ্রেফতার ,মাছ –মাংসে ফর্মালিন , হোটেলে মরা মুরগির মাংস বিক্রি, দেশীয় ফলে ক্যামিকেল, ডেসটিনি সহ অসংখ্য এম এল এম ব্যবসায়ী কর্তৃক হাজার কোটি টাকার প্রতারণা। এর সবকিছুই ঘটছে প্রকাশ্য ভাবে এমনকি পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে । আর এসকল বিষয় নিয়ন্ত্রণের জন্যই থাকে সরকার। কিন্তু আমাদের দেশে সরকার কি করছে? অনেক ক্ষেত্রে সরকারের ছত্রছায়ার খবরও আমরা পত্রিকায় দেখি –তাহলে আমাদের দেশে কি সরকার আছে? নাকি দেশ আল্লাহ চালচ্ছে?