ব্লগারদের ভাবনা চেতনা ও নাগরিক সাংবাদিকতা

matinpatwary
Published : 25 March 2011, 06:13 AM
Updated : 25 March 2011, 06:13 AM

নাগরিক সাংবাদিকতা বা সিটিজেন জার্নালিজম যা বলেই থাকিনা কেন, মূলত ব্লগারদের চিন্তাভাবনা কেন্দ্রিক । ব্লগারদের এ ভাবনা চেতনা হয়ত সমাজ, দেশকে উপকৃত করবে। সেই সাথে অনেক ব্লগারদের মাঝে কিছু লেখার উৎসাহ যোগাবে যা আমাদের ভবিষ্যৎ আগতদের অনুপ্রেরণা জাগাবে দেশ ও সমাজের জন্য কিছু ভাল কাজ করার। সাংবাদিকতাকে মূলত কিছু নিয়মনীতির উপর নির্ভর করে চলতে হয়। সেক্ষেত্রে নাগরিক সাংবাদিকতার মূল্যায়ন কতটুকু ? অবস্থা দৃষ্টিতে সেটাও ভাবার বিষয়। আমরা দেখেছি, জেনেছি কিভাবে বিভিন্ন দেশের রাজনৈতিক পটপরিবর্তন ঘটতে, সে সাথে সামাজিক পরিবর্তন। এই পরিবর্তন হয়ত অনেক সফলতাকে এনে দিবে। সেই সাথে মৃত্যু, যুদ্ধ, ধ্বংস, ভঙ্গুর অর্থনীতি যা সারা বিশ্বকে আরো বিপর্যয়ের দিকে ঠেলে দিবে। ইরাক, আফগানিস্তান এখনো অশান্ত । কোথায় শান্তি ? এখনো শান্তির খুজে ফিরছে সেই সকল দেশের নাগরিকেরা । আমরা এমন কোন সাংবাদিকতায় জড়াতে চাইনা যা শান্তির পরিবর্তে অশান্তি এসে বাসা বাধুক আমাদের শান্তিময় জীবনে। আমরা ব্লগিং করবো দেশের ও দশের মঙ্গল কামনায়।

কাউকে উসকে দেওয়ার জন্য নয়। আমরা কথা বলবো মাটি ও মানুষের। তাহলে আমরা নিজেদের স্বাধীন ও শান্তিকামী ভাবতে পারবো।