প্রাণবন্ত ব্লগিং

এম এ জোবায়ের
Published : 17 June 2011, 05:58 AM
Updated : 17 June 2011, 05:58 AM

কয়েক দিন আগে প্রথম আলোতে আনিসুল হক সাহেবের একটি কলাম পড়লাম। একটা ঘটনার উল্লেখ ছিল কলামটাতে। ইংল্যান্ডের এক রেল ষ্টেশনের বাইরে এক অন্ধ ছেলে গীটার বাজিয়ে গান গাচ্ছিল, তার টুপিটা তার সামনে পাতা এবং একটা প্লাকার্ডে লেখা "আমি অন্ধ, আমাকে সাহায্য করুন"। টুপিতে সাহায্য পডছিল খুবই কম, মাত্র সামান্য কয়েকটা পেনি। ট্রেন যাত্রী এক ভদ্রলোক একটু দাঁড়িয়ে ব্যাপারটি দেখলেন, ব্যানারটির উল্টা দিকে কিছু লিখলেন এবং সেই লেখাগুলোই যেন দেখা যায় সেভাবে ব্যানারটা রাখলেন এবং টুপিতে কয়েকটা পেনি দিয়ে চলে গেলেন। অন্ধ ছেলেটা টের পেলো এর পর থেকেই টুপিতে টপাটপ সাহায্য পড়তে লাগল। বিকালে ছেলেটি যে ভদ্রলোক তার ব্যানারের লেখাটি পাল্টেছিল তার পায়ের শব্দ চিনতে পেরে জিজ্ঞাসা করল "জনাব আপনি ব্যানারে কি লিখেছিলেন যে আজ আমি এত সাহায্য পেলাম?" ভদ্রলোক ব্যানারটিতে লিখেছিলেন "আজকের দিনটা খুব সুন্দর, কিন্তু আমি তা দেখতে পাচ্ছি না"।

ব্লগ সবার জন্য। পুরুষ – মহিলা, আস্তিক – নাস্তিক, আওয়ামী লীগ – বিএনপি, দেশী – বিদেশী – প্রবাসী সবাই যার যার নিজস্ব মতামত দিতে পারেন এই ব্লগে। পছন্দ না হলে সমালোচনা অবশ্যই করতে হবে পছন্দ হলে প্রশংসা করতে হবে, মতামত দিতে হবে। আমরা যে কথাটা লিখতে চাই সেটা যেন এমন ভাবে লিখি যেন ব্লগিং হয়ে ওঠে আরো আকর্ষনীয়। ব্লগে অপরের মতামতকে ব্যক্তিগত আক্রমন হিসাবে না নিলেই ব্লগ হবে প্রাণবন্ত।

***
(ব্লগটি অন্য একটা ব্লগে আগে প্রকাশিত)