ফটোব্লগ, বাবুরহাটি

এম এ জোবায়ের
Published : 15 Nov 2011, 03:37 AM
Updated : 15 Nov 2011, 03:37 AM

মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার পদ্মা নদীর পাড়ের একটা প্রত্যন্ত গ্রাম বাবুরহাটি। বন্ধু শান্তি রঞ্জন সরকারের মামা বাড়ী বাবুরহাটিতে। শান্তির বাবা মা এ গ্রামেই মারা গেছেন এবং এখানেই সৎকার করা হয়েছে। শান্তি প্রায়ই এখানে আসে, সময় পেলে আমিও মাঝে মাঝে আসি। গ্রাম গঞ্জে ঘুরে বেড়াতে আমার খুব ভাল লাগে। সুযোগ পেলে কিছু ছবিও তোলার চেষ্টা করি। বাবুরহাটিতে তোলা কয়েকটা ছবি নিয়ে এই ফটো ব্লগ। এর অনেক ছবিই আগে বিডি নিউজ২৪ ব্লগের ফটো পোষ্টে পোষ্ট করা হয়েছে। এখন কয়েকটা ছবি একসাথে ফটো ব্লগ হিসাবে পোষ্ট করলাম। আপনাদের মন্তব্য আশা করছি।

জীবন ও জীবিকার পদ্মা নদী
বাবুরহাটির পাশদিয়ে পদ্মার একটা চিকন ধারা বয়ে চলেছে। পদ্মার মাঝখানে চর পড়ায় এই সরু ধারার সৃষ্টি। এই পদ্মার ছবি কেমন লাগলো জানাবেন।

পদ্মা এখন
পদ্মার বুকে চাষাবাদ

গ্রামে প্রযুক্তির ছোঁয়া
টিনের চালে সোলার প্যানেল এবং সোলার এনার্জিতে চলা টেলিভিশনের এন্টেনা।

কালী বাড়ী
বাবুরহাটি হিন্দু প্রধান এলাকা। ছোট্ট এই গ্রামে ৪টা কালী বাড়ী দেখেছি (৩টার ছবি তুলতে পেরেছি), শুনেছি আরও কয়েকটা আছে।

শীতলা তলা
শীতলা তলার কথা অগে শুনেছি এই প্রথম দেখলাম।

নিঃসঙ্গ ঘোড়া
পদ্মা পাড়ে নিঃসঙ্গ ঘোড়া

কলার ছড়া
এটা নিজের তোলা প্রিয় ছবির মধ্যে একটা।