ব্লগার ভাই বোনেরা আপনারা সঠিক তথ্যটা জানেন কি?

এম এ জোবায়ের
Published : 6 Dec 2011, 11:17 AM
Updated : 6 Dec 2011, 11:17 AM

লেখাটি প্রকাশের দিনই (শুক্রবার ২ ডিসেম্বর ২০১১, রাত ৮:৫২) দেখেছিলাম এবং এটা নিয়ে লিখতে চেয়েছিলাম, বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় লেখা সম্ভব হয়নি। লেখাটা দেখেছি bdnews24.com ব্লগে, লেখক এটা অন্য ব্লগেও পোষ্ট করেছেন কিনা জানিনা। লেখাটি নিয়ে কয়েকটা কথা বলতে ইচ্ছা করছে। লেখাটি বর্তমান সংসদ উপনেতা সাজেদা চৌধুরীকে নিয়ে। ১৯৭০-এর নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের সংসদ সদস্যের মধ্যে থেকে ৮৮ জন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ও তার গভর্নর জেনারেল টিক্কা খানের সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে তাদের সদস্যপদ পুনর্বহাল রেখে ছিলেন। লেখকের ভাষ্য অনুযায়ী সাজেদা চৌধুরী এই ৮৮ জনের এক জন। তথ্য সূত্র হিসাবে লেখক একটা তৎকালীন পাকিস্তান সরকারের গেজেট নোটিফিকেশনের একটা ছবি লেখাটার সাথে দিয়েছেন। ভয়াবহ তথ্য। আশা করব লেখাটি ভুয়া। লেখাটি যদি অসত্য হয় তবে লেখককে একজন সন্মানীয় মহিলার বিরুদ্ধে এই ধরনের অসত্য তথ্য প্রকাশের জন্য নিন্দাবাদ জানানো উচিত, ব্লগ মডারেটরদের ব্লগে সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য আরও দায়িত্বশীল হওয়া উচিত। ব্লগ মডারেটর নিদেন পক্ষে মন্তব্যে তাদের মতামত দিতে পারেন। আর মন্তব্যটি যদি ঠিক হয় তবে :- ধিক আমাদের রাজনীতি, ধিক আমাদের রাজনীতিবিদ।