এম এ জোবায়ের
Published : 20 Jan 2012, 07:27 AM
Updated : 20 Jan 2012, 07:27 AM

ঢাকা শহরে প্রাকৃতিক বেজীর দেখাও মেলে। আসাদ এভিনিউতে (মূল আসাদ এভিনিউ নয়, আসাদ এভিনিউয়ের শাখা) দেখা মিলেছিল এই নকুলের। এক জোড়া ছিল, দুটোই দেখতে একদম একই রকম, এক সাথে না দেখলে বুঝতে পারতাম না যে এখানে এক জোড়ার বসবাস। দেখে খুব ভালো লাগলো, এই ইট পাথরের শহরে সবসময় বেচে থাকার সংগ্রামে ব্যস্ত। কলাবাগানে বশিরউদ্দিন রোডেও এ রকম একটা (হয়তবা জোড়া) বেজী দেখা যায়।