সহজেই বিখ্যাত হওয়ার উপায়!

মোহাম্মাদ বিলাল হোসেন
Published : 25 April 2012, 06:06 PM
Updated : 25 April 2012, 06:06 PM

আজকাল লেখকের সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। কিছু কিছু লেখক আছেন যারা আধুনিক লেখার নামে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতেও দ্বিধা বোধ করেন না। বিশেষ করে আমাদের মতো দেশে যেখানে শতকরা প্রায় নব্বই ভাগ লোক মুসলমান সেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে যেকোনো লেখা লিখে রাতারাতি আলোচনা সমালোচনার কেন্দ্র বিন্দুতে আসা যায়।কিছু বাস্তব কিছু মনগড়া আর কিছু আকর্ষণীয় বিষয়ের মিশ্রণে তারা লিখে থাকেন,এতে আলোচক সমালোচক দুটোই জুটে যায়।কিন্তু কাজের কাজ হয়না কিছুই। নগদ যা লাভ তা হলো সাময়িক কিছু সময়ের জন্য লাইম লাইটে আসা যায়।কাজেই আমাদের উচিত সৃষ্টিশীল, মননশীল লেখার চর্চা করা।তাতে যদি রাতারাতি বিখ্যাত হওয়া নাও যায় তবুও এর দ্বারা দেশ,সমাজ,পরিবেশ কিছু না কিছু উপকৃত তো হবেই।