ভারতের মিডিয়া আর আমাদের মিডিয়া

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি
Published : 30 Dec 2012, 04:10 PM
Updated : 30 Dec 2012, 04:10 PM

ভারতের মিডিয়া যে দায়িত্ববান এর ব্যাপারে সংঘবদ্ধ তা আরেকবার বহিঃপ্রকাশ ঘটেছে। তারা নয়াদিল্লির বাসে পাশবিক নির্যাতনের শিকার পরে নিহত মেয়েটির ছবি, নাম ও শিক্ষাপ্রতিষ্ঠান ও পারিবারিক পরিচয় গোপন রেখেছে; যা আমাদের দেশের মিডিয়া পারে না! ডঃ ইভার ক্ষেত্রেও পারেনি।

আমাদের নিউজ মিডিয়া কি পারে না এভাবে সংঘবদ্ধ ও দায়িত্বশীল হতে?

কদিন আগে মানবজমিনের প্রথম পাতার একটি কান্ড দেখুন
অপহরন থেকে উদ্ধার পাওয়া দুই কলেজ ছাত্রীর ঘটনা নিয়ে একটি রিপোর্ট।

ধর্ষন বা অপহরণের শিকার কারো ছবি ছাপানো নিয়ে কি কোন কোড অফ কনডাক্ট নেই সাংবাদিকদের মাঝে অপহরণকারী মাহমুদুল হাসান মামুনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও ছবি ছাপিয়ে দিল দুই ভিক্টিম ছাত্রীর। নাম, ঠিকানা, কলেজ, পিতার নাম, গ্রামের বাড়ি সব ডিটেইলস সহ।