নষ্টালজিক কথন

মুসাফির
Published : 26 July 2011, 06:19 PM
Updated : 26 July 2011, 06:19 PM

আজ আমি নতুন নিবন্ধন করলাম এই ব্লগে। কিন্তু কি লিখব? যদিও সামহোয়্যারে আছি প্রায় আড়াই বছর হতে চলেছে। আজ নতুন করে এখানে রেজিষ্ট্রেশন করার পরেই মনে পড়ল একটা কবিতার কটা লাইন। যা ‍অনেক বছর আগে পড়েছিলাম.।

যে কাল পেছনে ছিল
সেকাল সম্মুখে ফিরে আসে
অবগুণ্ঠিত পত্রবাসে.
কে তারে ভুষন দিল- দিল অলঙ্কার… (ন-হন্যতে-মৈত্রেয় দেবী)

সত্যিই তো! বারবার কেন মানুষের জীবনে পেছনে ফেলে দেওয়া দিনগুলো ঈষৎ পরিবর্তিত হয়ে ফিরে ফিরে আসে। আমার জীবনেও তার পুনরাবৃত্তি কেন হয়?
একবার হঠাৎ মনে ভাব এসেছিল তাই কবিতার মত লিখে ছিলাম..

কষ্টের আঙ্গিনায় বুনেছি আগুনের বীজ,
সুখের কল্পনায় রাঙ্গাবার সাধ নেই-
এ কপট হদয়…
তবু কেন খুঁজে ফিরি অবিরাম আলোহীন শিখা।

সেই 1995 সনে লেখা এই কটা লাইনের পুনরাবৃত্তিই যেন আমার জীবন। এই কটা লাইনের বাইরে যেন আমার জীবনে আর কিছু নেই। আশাহীন, স্বপ্নহীন, নৈরাশ্যবাদী এই আমি। শুধুই ফিরে ফিরে আসার দিনগুলোর চর্বিত চর্বন।

আর লিখতে মন চাইছে না। আমারই একটা আবৃত্তির ভিডিও লিঙ্গ দিয়ে শেষ করলাম।