মোবাইল টু মোবাইল আনলিমিটেড কল, চ্যাট, ছবি, ভিডিও, অডিও শেয়ারিং এর ৯ টি সেরা সফটওয়্যার।

সুফিআন
Published : 8 August 2011, 02:51 PM
Updated : 8 August 2011, 02:51 PM

মোবাইল টু মোবাইল আন লিমিটেড কল করার ৮টি সেরা সফটওয়্যার দেয়া হল। এগুলোর মধ্যে আপনি পছন্দ অনুযায়ী যে কোন একটি সফটওয়্যার ডাউন লোড করে আন লিমিডেট কথা বলুন।
সফটওয়্যার গুলো ব্যবহারের নিয়ম:

১) যার সাথে কথা বলবেন তার মোবাইলেও এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে।
২) উভয়ের ইউজার পরস্পরে ফ্রেন্ড লিস্টে এড থাকতে হবে।
৩) উভয় পক্ষে নেট থাকতে হবে। তাছাড়া প্রত্যেকটির ওয়েব সাইটে সেগুলো ব্যাবহারের বিস্তারিত নিয়ম-কানুন লিখা আছে।

যাদের আত্মীয় স্বজন বিদেশে থাকেন। তাদের জন্য এ পদ্ধতিতে কথা বলা খুবই লাভ জনক। কারণ, বিদেশ থেকে কল করতে অনেক পয়সা ব্যায় করতে হয়। কিন্তু এখানে উভয় পক্ষে সামান্য পয়সা খরচ করে ইন্টারনেট প্যাকেজ কিনে যত খুশি কথা বলা যায়। কোনটিতে চ্যাটিং এবং কোনটিতে ছবি, ভিডিও,অডিও ইত্যাদি শেয়ার করে পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা সম্ভব হয়।
go to the page and click ""Ad Skip"" on the top right side on the page.
১. ফ্রিং: আন লিমিটেড কল, (৩জি বা ওয়াইফাই থাকলে) ভিডিও কল, চ্যাটিং, ছবি, ভিডিও, অডিও ফাইল শেয়ারিং। gtalk,msn ইত্যাদি জনপ্রিয় মেসেঞ্জারে কল। ইয়াহু কল এখনো সাপোর্ট করে না। sip call সাপোর্ট।

ডাউনলোড
২. নিমবাজ: আন লিমিটেড কল, চ্যাট, চ্যাট রুম, ছবি, ভিডিও, অডিও ফাইল শেয়ারিং। yahoo সহ gtalk,msn ইত্যাদি জনপ্রিয় মেসেঞ্জারগুলোতে কল। sip call সাপোর্ট।

ডাউন লোড
৩. স্কায়পী: আন লিমিটেড কল, চ্যাট, ছবি, ভিডিও, অডিও ফাইল শেয়ারিং।

ডাউনলোড
৪. টকোনাউট: আন লিমিটেড কল ও চ্যাট।

ডাউনলোড
৫. বারা ব্লু: আন লিমিটেড কল ও চ্যাট। মোবাইল টু পিসি ভিডিও কল সাপোর্ট।

৬. মোকল: আন লিমিটেড কল।

ডাউনলোড…
৭. গিজমো ফাইভ: আন লিমিটেড কল।

ডাউনলোড
অথবা এখানে…
৮. টেল ফ্রি: আন লিমিটেড কল, চ্যাট, এস এম এস ও ইমেইল।
ডাউনলোড.
৯. টিভি ফোন: আন লিমিটেড কল ও চ্যাট। ৩জি থাকলে আন লিমিটেড ভিডিও কল

সবার জন্য রইল আন্তরিক কল্যাণ কামনা।
আমার ব্লগ a আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি