প্র্যাকটিক্যাল নম্বর ও আমাদের শিক্ষক

মোঃ আসাদুজ্জামান
Published : 28 Jan 2015, 04:21 AM
Updated : 28 Jan 2015, 04:21 AM

অনেক দু:খ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ আমার এই লেখা । বিজ্ঞান বিভাগে পড়া মানেই প্র্যাকটিক্যাল নম্বর থাকতে বাধ্য । কিন্তু সে প্র্যাকটিক্যাল নম্বর নিয়েও আজকাল আমাদের শিক্ষকদের স্বজনপ্রীতি দেখা যায় । আমার এত দিনের ধারনা ছিল যে ডিপার্টমেন্ট এর ভালো ছাত্র হতে পারলেই হয়ত বা প্রাকটিক্যাল নম্বরটা ভালো পাওয়া যায় । কিন্তু অতি সাম্প্রতিক কালে আমার সে ধারণা অনেক দুর পাড়ি জমিয়েছে । এখন আমি বুঝতে শিখেছি যে প্র্যাকটিক্যালে ভালো নাম্বার পেতে গেলে স্যারের কাছে প্রাইভেট পড়তে হয়, স্যারদের পারিবারিক কিছু কাজেও সহায়তা করতে হয়, কিংবা পারিবারিক ভাবে সম্পর্ক থাকতে হয় । তা না হলে এমনটি কেন হবে? ডিপার্টমেন্ট এর সেরা স্টুডেন্ট হয়েও প্রাকটিক্যালে আমি পাই B গ্রেড আর যারা প্রোমোটেট হতে পারে না তারা পায় A+ । যদিও সে প্র্যাকটিক্যাল পরীক্ষায় সঠিকভাবে উত্তর দিতে পারে নাই!