ঢাকায় মমতা এবং আমাদের কিছু আশা

মোঃ আসাদুজ্জামান
Published : 20 Feb 2015, 10:07 AM
Updated : 20 Feb 2015, 10:07 AM

তিস্তার পানি বাংলাদেশের মানুষের প্রাপ্য । কিন্তু তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা শুরু থেকেই তিস্তার পানি বন্টন চুক্তির বিরোধিতা করে আসছিল বিধায় উত্তরবঙ্গের মানুষ তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত । যে তিস্তার পানিকে কেন্দ্র করে নীলফামারী, কুড়িগ্রাম,ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুরের হাজার হাজার হেক্টর জমি চাষাবাদ হয় । যার উপর জীবিকা নির্বাহ করে উত্তরবঙ্গের ৪ কোটি মানুষ । তিস্তার পানি শুকিয়ে যাওয়ায় যখন চাষাবাদ ব্যাহত ঠিক সেই সময়ে বাংলাদেশের মাটিতে মমতার আগমন বাংলাদেশের মানুষের মাঝে আশার সঞ্চার করেছে । ঠিক যেন মরুময় প্রান্তরে হঠাৎ এক পশলা বৃষ্টি । আশা করি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের চাওয়া পুরন হবে । সেই সাথে আমি এটাও আশা করি যে বাংলাদেশের সাথে ভারতের সিটমহল নিয়ে যে বিতর্ক আছে সেটারও একটি সুষ্ঠ সমাধান আসবে ।