বিএনপির টানা আন্দোলন

মোঃ আসাদুজ্জামান
Published : 25 Feb 2015, 03:36 AM
Updated : 25 Feb 2015, 03:36 AM

সেই ১৯৯২ সালে আমার জন্ম । সেই হিসাবে বয়স প্রায় ২২পেরিয়ে ২৩ এর কাছাকাছি । জ্ঞান হওয়ার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে অনেক চড়াই উতরাই দেখেছি । দেখেছি কত লাশ ! যাদের জীবনেও ছিল কত আশা ! কিন্তু টানা এত বড় লম্বা আন্দোলন আর কখনোই দেখা হয় নি । শুধুই কি লম্বা আন্দোলন? আরও কত লম্বা হবে এ আন্দোলন তা তো স্বয়ং বিএনপিও জানে না । এ যাবত নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে । তবুও দাবি আদায়ের ধারে কাছেও নেই তারা । এখন তো তাদের মধ্যেই দ্বিধা আর কতদিন এভাবে চলবে? কি লাভ হইল এ আন্দোলন করে? দলের জেলা পর্যায়ের নেতা কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগতেছে । তবুও আন্দোলন চলছে । এই তাও সাম্প্রতিক সময়ে পাকিস্তানে ইমরান খান এর চেয়েও লম্বা আন্দোলন করেও শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছে । তবে শেষ পর্যন্ত বিএনপির আন্দোলন কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয় । অতি সাম্প্রতিক কালে মাহমুদুর রহমান মান্না ও ছাদেক হোসেন খোকার কথোপকথন যথেষ্টই উদ্বেগ জাগানিয় ।