জুতা পড়ে শহীদ মিনারে কনসার্ট

মোঃ আসাদুজ্জামান
Published : 25 Feb 2015, 08:10 PM
Updated : 25 Feb 2015, 08:10 PM

আমরা বাঙালিরা সম্মান প্রিয় । আমরা সম্মান দিতে জানি এটা আমার এত দিনের ধারনা ছিল । কিন্তু আজ নিজেকে বাঙালি বলতে লজ্জা হচ্ছে । বাংলা আমাদের মাতৃভাষা । এই বাংলাকে মাতৃভাষা রুপ দিতে কত রক্তই না ঝরিয়েছে বাংলার দামাল ছেলেরা । সালাম, জব্বার ,রফিক, বরকত আরও নাম না জানা কত প্রান হারিয়েছি আমরা এই ভাষার জন্য । ভাষার মাসে ভাষা শহীদদের সম্মানে শহীদ মিনারে কনসার্ট হওয়াটা স্বাভাবিক ব্যাপার । কিন্তু কনসার্ট করতে গিয়ে যদি ভাষা শহীদদের সামান্য সম্মান পর্যন্ত দেওয়া না হয় তবে কী হইল?

শহীদ মিনারে খালি পায়ে যাওয়ার যে নিয়ম তা যেন আমাদের শিল্পীরা ভুলেই গেছেন । তারা সবাই জুতা পড়ে স্টেজে গান গাইতেছে আর স্থানীয় টিভি চ্যানেল তা লাইভ টেলিকাস্ট করেছে । অথচ কারো কোন মাথা ব্যথা নাই । যাদের জন্য এই বাংলা ভাষা তারা কি এই ন্যুনতম সম্মানটুকুও পাওয়ার যোগ্য নয়?