নারীর অধিকার

মোঃ আসাদুজ্জামান
Published : 8 March 2015, 09:43 AM
Updated : 8 March 2015, 09:43 AM

আজ ৮ই মার্চ । আন্তর্জাতিক নারী দিবস । নারীর অধিকার প্রতিষ্ঠা করার দিন । এই আধুনিক যুগে নারীরা কতটুকু সম্মান পায় আমাদের এই পুরুষ শাসিত সমাজে ? ইসলাম ধর্ম নারীকে সম্মানিত করেছে বহুগুণ । স্বয়ং মহা নবী হযরত মোহাম্মদ (সা:) নারী তথা মায়ের অধিকার তিনবার উল্লেখ করার পর চতুর্থ বার পুরুষ তথা বাবার অধিকারের কথা বলেছেন । সেখানে বর্তমান সমাজে নারীর সম অধিকারের কথা বলা নিশ্চিতভাবে বোকামী ছাড়া আর কিছুই নয় । যেখানে পশ্বিমাবিশ্বে নারীদের এখনো পন্য হিসাবে ব্যবহার করা হচ্ছে তারাই আবার নারীর সম অধিকারের স্লোগানে মুখর । তাই আসুন আমরা সবাই নারী তথা আমাদের মা বোনদের যথাযোগ্য মর্যাদা দিয়ে সম্মানিত করি । তাদের উপর থেকে আমাদের লোলুপ দৃষ্টি সরিয়ে নিই।