আরব ইয়ামেন যুদ্ধ বিগত ২৪ঘন্টায় নিহত ১৪০

মোঃ আসাদুজ্জামান
Published : 8 April 2015, 03:04 AM
Updated : 8 April 2015, 03:04 AM

সৌদি আরব আমেরিকার মিত্র হিসাবে পরিচিত যা আমাদের সবাইরে জানা । আবার ইরান আমেরিকার সম্পর্ক তত মিষ্টি নয় তাও আমাদের দৃষ্টির বাইরে নয় । আবার মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার নিয়ে সুন্নীপন্থী সৌদি আরব এবং শিয়া পন্থী ইরানের সম্পর্ক তো সাপে নেউলে । তাই মধ্যপ্রাচ্যের কোথাও কোন গোলযোগ সৃষ্টি হওয়া মানেই সৌদি আরব ও ইরানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। সম্প্রতি ইয়ামেন ও সৌদি আরবের মধ্যে যে যুদ্ধ চলছে তা ঠিক যেন ইসরাইল ফিলিস্তিন যুদ্ধের নামান্তর । এক পক্ষের প্রচন্ড শক্তি সেই তুলনায় আরেক পক্ষ অতি দুর্বল । এটাকে ঠিক যুদ্ধ বলাও ঠিক মনে হচ্ছে না । মনে হচ্ছে দুর্বলের উপর সবলের অত্যাচার। জুলুম । তার প্রমাণ হচ্ছে বিগত ২৪ ঘন্টায় দেশটিতে নিহতের সংখ্যা দাড়িয়েছে ১৪০ এরও বেশী । আর বিগত কয়েকদিনে তা ৫৪০ এর উপরে । আর ঘর ছাড়া হয়েছেন লাখেরও বেশি মানুষ । এদের না আছে কোন অপরাধ না এরা জুলুমবাজ । কাউকে ক্ষমতার দাপট দেখাতে গিয়ে এদেরকে বলির পাঠা বানানো হচ্ছে । কোথায় গেল তথাকথিত মানবাধিকার সংগঠন গুলো ? কোথায় গেল আমেরিকার দাদাগিরি ? এসব প্রতিহত করার কি কোন ব্যবস্থা নাই ? বাংলাদেশে যখন একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার করা হয় তখন তো মানবাধিকার সংগঠন গুলোর অনেক বড় বড় লেকচার দিতে শোনা যায় ।