তিন মোড়লের প্রভাবে ক্রিকেট আজ কলুষিত

মোঃ আসাদুজ্জামান
Published : 10 April 2015, 05:12 AM
Updated : 10 April 2015, 05:12 AM

এই মুহুর্তে যখন সবাই কামারুজ্জামানের ফাঁসি কিংবা আরব ইয়ামেন যুদ্ধ নিয়ে ব্যস্ত তখন আমি একটু অন্য প্রসংগে নিয়ে যাই । ক্রিকেট একটি ভদ্রলোকের খেলা তা আমাদের সবারই জানা । সেই ছোটবেলা থেকে ক্রিকেট দেখে আসতাম তখন কখনোই মনে হয়নি ক্রিকেটে দুর্নীতি হয় । কিন্তু যখন থেকে তিন মোড়লকে চিনতে শিখলাম তখন থেকে আচ করতে শিখলাম অন্তরালে থেকে কিভাবে নির্যাতিত হয় অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশগুলো । গত বছর তা আরো প্রকট থেকে প্রকটতর হয় । অতি সাম্প্রতিক কালে বিশ্বকাপের পর তো ক্রিকেটকে আমার খেলা হিসাবে স্বীকার করতেও কষ্ট হয় । কিভাবে একটি দেশকে সুবিধা দিতে অন্যান্য দেশ গুলোকে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হয় । এসবের মুলে হচ্ছে একটি দেশ আর ইন্ডিয়া । বিশেষ ভাবে বললে একটি মানুষ যিনি এন শ্রীনিবাসন । যার কিছু অন্যায় চাওয়ার কাছে সব দেশ কেই যেন অসহায় মনে হচ্ছে । সম্প্রতি আইসিসি সভাপতি লোটাস কামাল পদত্যাগের পর তা আরো প্রকট রুপ ধারন করে । আগামী ২০১৯ বিশ্বকাপ হবে ১০ দলের । যা সম্পুর্ন ভারতের সার্থে । এতে সহযোগী দলগুলোর কি হবে না হবে তা ভেবে দেখার সময় যেন কাহারো নাই! ২০১৯ বিশ্বকাপ ১০ দলের হলে ইসরাইল নতুন আইসিসি গঠনের যে প্রস্তাব দিয়েছে তাতে আমেরিকা,জার্মানির মত পরাশক্তিসহ মোট ৩৮ টি দেশ সমর্থন করেছে যদি তাই হয় তবে একবার কি কেউ ভেবে দেখেছে একটি মানুষের ২টি মাথা হওয়ার পরিনতি কত ভয়াবহ হতে পারে?