তামিম ইকবালকে কি দল থেকে বাদ দেওয়া যায় না?

মোঃ আসাদুজ্জামান
Published : 12 April 2015, 06:44 PM
Updated : 12 April 2015, 06:44 PM

ক্রিকেট বাংলাদেশের এক নাম্বার খেলা । বাংলাদেশের প্রতিটি মানুষের রক্তের সাথে মিশে গেছে ক্রিকেট । যেটি এখন গ্রামের একটি শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ লোকটি পর্যন্ত জনপ্রিয়। তাই জাতীয় দলের খেলোয়াড় হতে গেলে তাকে অবশ্যই সাম্প্রতিক সময়ের বাংলাদেশের সেরা ১১ জনের মধ্যেই হতে হবে। জাতীয় দল কারো পৈত্রিক সম্পত্তি নয় এটা আমাদের সবারই জানা । তাই কোন এক সময় ভালো খেললেই যে তাকে ম্যাচের পর ম্যাচ খেলাতেই হবে তা কিন্তু নয়। সাম্প্রতিক সময়ে যারা ভালো করবে তারাই দলে জায়গা পাবে এটাই স্বাভাবিক । তামিম ইকবাল একসময় বাংলাদেশের সেরা ওপেনার ছিল সন্দেহ নাই। কিন্ত দীর্ঘদিন থেকে তিনি রান পাচ্ছেন তার পরও কেন তাকে দলে রাখা হয় তা আমার বোধগম্য নয় ।গোটা বিশ্বকাপ জুড়ে তার সর্বোচ্চ ইনিংস বলতে একটি ৯৫ রান। বিসিবি যে চার দলের টুর্নামেন্টের আয়োজন করলো সেখানেও তিনি ব্যর্থ। তার সর্বশেষ সেঞ্চুরি শ্রীলঙ্কার বিপক্ষে সেটা অনেক আগে ২০১৩ সালে । তাই সংশ্লিষ্ট সকলের কাছে আমার অনুরোধ তামিম ইকবাল কে কিছুদিনের জন্য দল থেকে বাদ দেওয়া হউক যাতে তিনি আরো ভালোভাবে খেলাটা শিখতে পারেন।