হেফাজতে ইসলামের ২ বছর

মোঃ আসাদুজ্জামান
Published : 5 May 2015, 06:09 AM
Updated : 5 May 2015, 06:09 AM

আজ ৫ ই মে ২০১৫ । হেজাজের ইসলাম বাংলাদেশের আন্দোলনের ২ বছর । ২০১৩ সালের এই দিনে তারা ১৩ দফা দাবি নিয়ে সমাবেত হয়েছিল শাপলা চত্বরে । দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় তারা । তাদের আন্দোলন যদিও কোন রাজনৈতিক উদ্দেশ্যে প্রনিত ছিল না । কাউকে ক্ষমতায় বসানো কিংবা কাউকে ক্ষমতা থেকে নামানোও তাদের উদ্দেশ্যে ছিল না । রাতের আধারে লাইট বন্ধ করে তাদের উপর হামলা চালানো হয়েছিল এবং তাদের প্রায় ২৫০০/৩০০০ লোক শহীদ হয়েছিল বলে যে গুজব উঠেছিল তা আমার কাছে নিত্যান্তই গুজবই মনে হয় । তবে ২/৪ জন যে শহীদ হয়েছিল তা আমি অবশ্যই বিশ্বাস করি । তবে আজ পর্যন্ত আমি সিওর হতে পারলাম না আসলে সেদিন কতজন মানুষ প্রাণ হারিয়ে ছিল । তবে সেদিন যত জন মানুষই প্রান হারাউক না কেন তাদের আন্দোলনকে ঘিরে বিএনপি যে ফায়দা লুটাতে চেয়েছিল এটা সত্যি . কিন্তু শেষ পর্যন্ত তাদের পিছু হার কারণে বিএনপির সে স্বপ্ন ভেস্তে যায় ।