নায়ক যখন সালাহউদ্দিন

মোঃ আসাদুজ্জামান
Published : 14 May 2015, 05:38 PM
Updated : 14 May 2015, 05:38 PM

আগে জানতাম নাটক হয় শুধুই টেলিভিশনে অথবা মঞ্চে। নাটকের যে বাস্তব প্রয়োগও হয় বিশেষ করে রাজনীতিতে তা এই প্রথম নিজ চোখেই দেখলাম। প্রথমে অবশ্য বিশ্বাস করতে পারছিলাম না। পরে যখন চোখের সামনে সবকিছুই পানির মত পরিস্কার হইল তখন বুঝলাম নাটক রেডি এখন শুধু মঞ্চায়নের বাকি। তবে এখনও আমি ঘোরের মধ্যে আছি আসলে এই নাটকের পরিচালককে আর কেনই বা এই নাটক তৈরি করা হয়েছিল? ঠিক যেমন ঘোরের মধ্যে রয়েছে মেঘালয়ের পুলিশ। যেদিন সালাহউদ্দিন নিখোঁজ হয়েছিল সেদিনই ভেবে নিয়েছিলাম ইলিয়াস আলীর মতোই পরিসমাপ্তি কিন্তু নাটকের মূল পর্বের আকর্ষণ যে এত মজার ছিল তা সত্যিই না দেখলে বুঝতে পারতাম না। তবে আমার দৃঢ় বিশ্বাস আরও কিছু মজা নিয়ে নাটকটি সামনের দিকে এগিয়ে যাবে যেদিন সালাহউদ্দিন আহমেদ বাংলাদেশে ফিরবেন। সেই অপেক্ষায় রইলাম।