বাংলাদেশ সফরে নরেন্দ্র মোদী ও দুই দেশের সম্পর্ক

মোঃ আসাদুজ্জামান
Published : 27 May 2015, 05:24 PM
Updated : 27 May 2015, 05:24 PM

আসছে আগামী ৬ জুন বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । নির্বাচিত হওয়ার পর এটাই মোদির প্রথম বাংলাদেশ সফর । সেই হিসাবে এটা ঐতিহাসিক বললেও ভুল হবে না । নির্বাচিত হওয়ার পর তিনি বলে আসছিলেন বাংলাদেশের সীমান্ত চুক্তি ও তিস্তার পানি বন্টন চুক্তি সম্পাদিত না হওয়া পর্যন্ত তিনি বাংলাদেশ সফর করবেন না । অবশেষে বহু প্রতিক্ষিত সেই সীমান্ত চুক্তি সম্পাদিত হয়েছে এবং তিস্তার পানি বন্টন চুক্তি ও অল্প দিনের মধ্যে হয়ে যাবে ।এর ফলে দুই দেশের বহু পুরাতন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না । আশা করি এই সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে আরও অনেক নতুন নতুন চুক্তি স্বাক্ষরিত হবে এবং প্রতিটি ক্ষেত্রেই দুই দেশের নিজ নিজ স্বার্থ রক্ষিত হবে ইনশাআল্লাহ