রোজা রাখা মানে নাটক-সিনেমা-টেলিভিশন দেখে সময় পার করা নয়

মোঃ আসাদুজ্জামান
Published : 20 June 2015, 06:20 PM
Updated : 20 June 2015, 06:20 PM

আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা রমজান মাসে রোযা রাখে ঠিক কিন্তু নামাজ পরে না । আমি বলছি না যে আপনার রোজা হয় নাই কিংবা ভেংগে গেছে কিন্তু রোজা তো মাত্র একটা ফরজ আর প্রতিদিন নামাজের মধ্যে ১৭ রাকাত ফরজ । ওহে দোস্ত ও বুজুর্গ, একটু গভীরভাবে চিন্তা করিয়া দেখুন তো !!!!! আসলে আমি কী করতেছি ? আবার কিছু কিছু মানুষ আছে যাহারা রোজা নামাজ সবই করতেছে, কিন্তু সময় কাটানোর উদ্দেশ্যে সিনেমা, নাটক, জুয়াতে মত্ত হয়ে আছে । আরে ভাই রোযা শব্দের অর্থই হচ্ছে বিরত থাকা । আপনি যদি রোযা করেও এসব অন্যায় থেকে বাঁচতে না পারেন তবে আপনার রোযা কবুলের নিশ্চয়তা কেমন করে দেওয়া যায় ?