সরফরাজ নেওয়াজ, কবে শুভচিন্তার উদয় হবে?

মোঃ আসাদুজ্জামান
Published : 21 June 2015, 01:32 PM
Updated : 21 June 2015, 01:32 PM

ঠিক যে সময় বাংলাদেশ ভারতের সাথে দ্বিতীয় ওয়ানডে খেলছে ঠিক সে সময় আমার এই লেখা । বাংলাদেশ ক্রিকেটের উত্তরণ যেন আর কারো কাছে অভিশাপ ! ঠিক যেমনটি পাকিস্তানের কাছে । বাংলাদেশের ক্রিকেট যে আর আতুর ঘরে নাই সেটা তাদের বুঝতে কষ্ট না হলেও মানতে কষ্ট হচ্ছে । হবেই না বা কেন? আজ বাংলাদেশের উন্নতি তো তাদের চ্যাম্পিয়নস ট্রফি থেকে বের করার পথে । আর সেটা মেনে নিতে পারছে না বিধায় পাকিস্তানের সাবেক ক্রিকেটার সরফরাজ নেওয়াজ বাংলাদেশের জয়কে ষড়যন্ত্র বলতে তিল পরিমানও কুন্ঠাবোধ করে নি । এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের মধ্যেই এই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে । যদিও মাত্র কিছুদিন আগেই বাংলাওয়াশ হয়েছে পাকিস্তান । সেটা নাকি তাদের ব্যর্থতা, বাংলাদেশের সফলতা নয়? আসলে বাস্তবতা সবসময় কঠিন হয় । আর সেটা মেনে নিতে না পারা চরম নির্বুদ্ধিতারই পরিচায়ক । আর এই চরম নির্বুদ্ধিতার পরিচয় দিলেন পাকিস্তানের সাবেক একজন । এদের মাথায় কি কখনো শুভ বুদ্ধির উদয় হবে?