রাষ্ট্রধর্ম ইসলাম

মোঃ আসাদুজ্জামান
Published : 14 March 2016, 06:25 PM
Updated : 14 March 2016, 06:25 PM

ওমানকে হারিয়ে বাংলাদেশ টিটুয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব বা সুপার টেনে খেলার যোগ্যতা অর্জন করছে । এই জন্য বাংলাদেশের আপামর জনসাধারণের সহিত আমিও খুশি । প্রথম বাংলাদেশী হিসাবে তামিম ইকবালের টিটুয়েন্টি সেঞ্চুরি ও হাজার রান করার জন্য তামিমকেও অসংখ্য ধন্যবাদ । বাংলাদেশ ব্যাংক থেকে হাজার কোটি টাকা লুট । সেই সাথে রাষ্ট্রধর্ম ইসলাম এর বিরুদ্ধে আদালতে রিট । সমসাময়িক এই তিন আলোচ্য বিষয়ের মধ্যে মানুষ প্রথম বিষয়টার দিকে এমনভাবে বুদ হয়ে আছে যে মনে হয় অন্য দুটি বিষয়কে ভুলেই গেছে ! অথচ প্রথম বিষয়টির চেয়ে দ্বিতীয় বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় বিষয়টির চেয়ে তৃতীয় বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ ।

যে দেশের মানুষ ৯০% এর উপরে মুসলমান সেই দেশে রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে কথা হয় । যদিও মানুষ ইসলাম ধর্মের সমস্ত নিয়মকানুন মেনে চলতে পারছে না তাই বলে কি ইসলামকে মুছে দিতে হবে? রাষ্ট্রধর্ম ইসলাম আছে বলেই তো বাংলাদেশ এখনো পশ্চিমা দেশগুলোর মত হয়নি ! রাষ্ট্রধর্ম ইসলাম আছে বলেই তো এখনো প্রতি শুক্রবার সাপ্তাহিক ছুটির ব্যবস্থা এখনও আছে । রাষ্ট্রধর্ম ইসলাম আছে বলেই তো পশ্চিমা দেশগুলোর মত অশালীন পোশাক পরে মেয়েরা স্কুল, কলেজ, ভার্সিটিগুলোতে যায় না । আর বড় কথা হচ্ছে যদি রাষ্ট্রধর্ম ইসলাম থাকা না থাকাটা সমান হয় তবে কেন রাষ্ট্রধর্ম ইসলামকে সরানোর জন্য এত ফিকির ? এত প্রচেষ্টা ? আশা করি রাষ্ট্রধর্ম ইসলাম আছে ইনশাআল্লাহ থাকবে ।