ফেসবুকের ফিউচার

হুমায়ুন কবীর
Published : 12 Dec 2015, 06:41 PM
Updated : 12 Dec 2015, 06:41 PM

বর্তমান সময়ে যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো "ফেসবুক"। এর মাধ্যমে অতি সহজেই বিশ্বের বিভিন্ন স্থানের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ রক্ষা করা যায়। যার সাথে দু-চার বছরে একবারও ফোনে কথা হয়না, কিন্তু ফেসবুকে প্রতিনিয়তই কথা হয়। এ কারনেই সবার মনে অতি অল্প সময়েই ফেসবুক স্থানন করে নিয়েছে। কিন্তু আজ সেটা বন্ধ। তিন সপ্তাহ পার হতে চললো, কিন্তু সামাজিক সেতুবন্ধন "ফেসবুক" আজ পর্যন্ত খোলা হলনা। এমনকি কবে নাগাদ খুলতে পারে সেটাও অনিশ্চিত । এতে সরকার বা রাষ্ট্র কতটুকু লাভবান হচ্ছে বুঝতে পারছিনা। ফেসবুক বন্ধ করেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনকে রক্ষা করতে পারছেনা। এতে করে বোঝা যায় যে অপরাধচক্রে ফেসবুকের ভূমিকা কতটুকু! ফেসবুক অপরাধের অন্যতম মাধ্যম হয়ে থাকলে বিশ্বের বিভিন্ন দেশ অনেক আগেই এটি নিষিদ্ধ করে দিত।
মাথা থাকলে ব্যাথা করতেই পারে! তাই বলে কি সুস্থ থাকার জন্য মাথাটাই কেটে ফেলতে হবে? এ কেমন ডাক্তার, কেমন চিকিৎসা পদ্ধতি??