ব্লগার ও ব্লগ

হুমায়ুন কবীর
Published : 10 Dec 2015, 08:01 PM
Updated : 10 Dec 2015, 08:01 PM

একটা সময় ছিল যখন "ব্লগার" শব্দটি শুনতেই খারাপ লাগত, ঐ শব্দটায় কেমন জানি এ্যালার্জি ছিল আমার। তখন জানতাম ব্লগার মানেই নাস্তিক, ব্লগার মানেই ইসলামের শত্রু। ব্লগার ও নাস্তিক শব্দদুটিকে একই সমান্তরালে ভাবতাম। একটিকে অপরটির সমার্থক শব্দ বলে মনে হত। শুধু আমার না, এরকম ধারনা আমার পরিচিত অনেকেরই ছিল এবং এখনো আছে। অনেকেই ব্লগারদের ইসলাম বিরোধী ও নাস্তিক বলে জানে। কিন্তু ব্লগ আসলে কি বা ব্লগার কারা এরকম প্রশ্নের উত্তর খুঁজতেই আমার এখানে আগমন। লেখালেখিতে আমার তেমন অভ্যাস নেই, তবে পড়তে খুব ভালবাসি। কোন বই পড়তে শুরু করলে শেষ না করে উঠতাম না।
ঐ অভ্যাসটাকে কাজে লাগালাম।

কিন্তু আমার ধারনাটা ছিল ভুল, ভুলের রাজ্যে বসবাস করেছি এতদিন। মাত্র কয়েকদিন হল ব্লগিং এ আছি। এ কয়েকদিনে পড়লাম অনেক লেখা। এখানে আছে অনেক স্বাধীন জগতের মানুষ, যারা নিজের মনে উঁকি দেওয়া কথা গুলোকে কলমের মুখে নিয়ে আসে। অনেক লেখা আছে যেগুলো আমাদের বিভিন্নভাবে কাজে লাগে। আছে অনেক পরামর্শ বা উপদেশ মুলক লেখা। আছে অনেক ভ্রমন কাহিনী ও মজার লেখা। অনেক লেখা আছে যেগুলোতে আছে আমাদের দেশের বা সমাজের অনেক অসঙ্গতি ফুটে উঠেছে। আছে অনেক তথ্য ও উপাত্ত। সর্বোপরি কিছু চিন্তাশীল মানুষের উপস্থিতি।