দুর্নীতির বিষয়ে প্রধান মন্ত্রীর উক্তি ও প্রাসঙ্গিকতা

স্বপ্নীল
Published : 8 Oct 2012, 07:18 PM
Updated : 8 Oct 2012, 07:18 PM

বাংলাদেশ এমন একটি দেশ যা বিশ্বের দরবারে পরিচিত নানা দিক থেকে। সমস্যা, সম্ভাবনা সবকিছু জন্ম লগ্ন থেকে অনুমেয়। বাঙ্গালী পারে না এমন কাজ নেই। সেই দেশের প্রধান মন্ত্রী হিসেবে জননেত্রী শেখ হাসিনা নিউইয়র্ক এ বলেছেন তার সরকারের আমলে কোন খাতে দূর্নীতি হয়নি ইহা অসম্ভব কিছু নয়। মহাজোট একটা ডাইনোসরের মতো। সামনে ছাড়া পিছনে বা পেটের নিচে কিছুই দেখতে পায় না। সকল দূর্নীতি হচ্ছে মহাজোটের ছত্র ছায়ায় তা তো মহাজোটের প্রধান হিসেবে না দেখার বা না জানারই কথা। আর যদি জেনেই যদি একথা বলেন তবে তা আমাদের ভালোর জন্যই বলেছেন। বিদেশীদের মাটিতে দেশ প্রধান হিসেবে রাজার মতোই কথা বলেছেন। মাননীয় প্রধান মন্ত্রী আপনি আমাদের দেশের অভিভাবক। আপনার বড় পরিচয় আপনি অকুতভয় বঙ্গবন্ধুর কন্যা। আপনার কাছে জাতি বঙ্গবন্ধুর কাছে যেমনটি আশা করত তেমনটি আশা করে। কিন্তু পদ্মা সেতু দূর্নীতি, হলমার্ক কেলেংকারী, রঞ্জিত দার( সু বাদ) পদত্যাগ, শেয়ার বাজার কারসাজি, এমএল কোম্পানিগুলোর ধাপ্পাবাজি, বিমান এর ব্যর্থতা, প্রশাসনে অস্থিরতা, পুলিশের নয়া রূপ, র‌্যাবের ভূমিকা আর ছাত্রলীগের দূর্নীতির আগাম অনুশীলন নিয়ে দেশবাসী যখন ইতস্তত, হতাশ এবং আস্থাহীন এসময় আপনার এহেন উক্তি বড়ই হতাশজনক। আওয়ামীলীগের সভাপতি, দেশের দু বারের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আপনার অবস্থান অন্যান্য রাজনীতিবিদদের মত নয়। আপনার এ উক্তি এদেশের লুটেরাদের জন্য যে কতটা অনুপ্রেরণা যুগিয়েছে জাতি আগামীতে মর্মে মর্মে টের পাবে। দেশে যদি কোনখাতে দূর্নীতি নাই হয়ে থাকে তবে জনগনের টাকা দিয়ে দুদকের মত দন্তহীন রয়েল বেঙ্গল টাইগার পুষছেন? মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আবেদন রাজনীতির বাইরে এসে বঙ্গবন্ধুর মত অবিচল চিত্তে দুর্নীতিবাজ বিরুদ্ধে সোচ্চার হোন মহাজোট আপনার পাশে থাকুক আর নাই থাকুক এদেশের সাধারণ আপনার পাশে থাকবে…………

এ জাতি অন্তত বঙ্গবন্ধুর মত আপনাকেও স্মরণ করবে মরনের পরেও ।.