ও হুলিশ ভাই, আপনার এ কী অবস্থা!

স্বপ্নীল
Published : 12 Nov 2012, 06:23 AM
Updated : 12 Nov 2012, 06:23 AM

উপরের ছবিই বলে দেই পুলিশ ভাইদের বতর্মান অবস্থান। কেন এমন হাল হলো পুলিশের। সাধারন জামাত শিবিরকর্মীদের কাছেই যদি পুলিশের এই অবস্থান তাহলে সন্ত্রাসীদের সাথে এরা লড়বে কিভাবে। পুলিশ যখন নিজেই নিরাপত্তাহীনতায় তাহলে কি হবে আমজনতার?

রাজনৈতিক দেউলিয়াত্বের ফসল আজকের পুলিশের এ অবস্থান। পুলিশকে তার ভুমিকা চর্চা করতে না দিতে দিতে এখন তারা জনগনের নিরাপত্তা তো দূরের কথা নিজেদের নিরাপত্তা নিয়ে আজ সংকিত। কেন এমন হলো। ছবিটি বাংলাদেশের সাধারন জনগন ও পুলিশ প্রসাশনের জন্য এক অসনি সংকেত বহন করছে। দেশের রাষ্ট্রযন্ত্রকে মোকাবেলা করতে যে জামাত শিবির সক্ষম তার প্রমান এ ছবিটি। আওয়ামীলীগ ও বিএনপি নামক আপদ আর বিপদ স্বরূপ রাজনীতির ফসল এ জামাত-শিবির যার খেসারত দিতে হবে সাধারন জনগনকে। যতবার ছবিটির দিকে তাকিয়েছি ততবারই সংকিত হচ্ছি । অসহায়ত্বের কালমেঘের ঘনঘটা মনাকাশে জমে আতংকের বর্ষন হচ্ছে। কোন একদিন দেখব পুলিশের লাশ শিবিরের ছেলেরা রাস্তায় পাহারা দিচ্ছে যাতে কেউ সাহস না দেখায় তাদের বিরূদ্ধে দাঁড়াবার।