শিক্ষকদেরকে আর কত ভাবে অপমান করা যায়!!!!

স্বপ্নীল
Published : 21 Nov 2012, 06:54 PM
Updated : 21 Nov 2012, 06:54 PM

শিক্ষকদের এই লাইন দেখে খুব খারাপ লাগলো। আমি নিজে একজন শিক্ষক। তাই হয়তো এমন লেগেছে। বোর্ড কর্তৃপক্ষ কি পারতো না সন্মানিত শিক্ষকদেরকে একটু সন্মান দেখাতে? তারা কি পারতো না স্যারদেরকে একটু নাস্তা দিয়ে খাতাগুলোকে আগে থেকে প্যাকেট করে বন্টন করতে? পারতো নিশ্চয়ই পারতো। পারলো না কারন সন্মান দেখাতে পয়সা খরচ হবে। কি দরকার পয়সা খরচ করার এ ছা পোষা শিক্ষকদের জন্য। এরা তো ডাকলেই আসে।এদের দিয়েই তো সরকার পায়খানা গননা, মানুষ গননা, ভোটার তালিকা ইত্যাদি ইত্যাদি করিয়ে সরকার বাহবা নিচ্ছে। এদেরকে তো সহজেই সব কাজে লাগানো যায়। এরা যে শিক্ষিত মুজুর। সামান্য বেতনের সাথে স্যার কথাটা বললেই এরা সন্তুষ্ট। এদের থাকতেই নেই ডাক্তার, ইনজিনিয়ার , ব্যাংকার, ব্যবসায়ী আর রাজনীতিজীবিদের মতো জীবন নির্বাহ করার ইচ্ছা। এরা শুধু অবহেলা, অপ্রাপ্তি, অতৃপ্ততা আর অনিশ্চয়তাকে সম্বল করে মানুষের ছেলে মেয়েদের শিক্ষা দিয়ে যাবেন।

সকল কর্তৃপক্ষের কাছে আবেদন তারা যেন শিক্ষক সম্প্রদায়কে নিয়ে এরূপ তামাশা না খেলন। বেতন দিতে না পারেন পুলিশ পেটা করবেন না। ন্যূনতম সম্মানটুকু দেওয়ার চেষ্টা করেন আন্তরিক ভাবে।